Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
টাংগুয়ার হাওর
Details

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলাধীন ১০ টি মৌজা জুড়ে ছোট বড় ১২০ টি বিলের সমন্বয়ে টাঙ্গুয়ার হাওড়ের অবস্থান । ৬৪ টি গ্রামসহ পুরো হাওড় এলাকার আয়াতন প্রায় ১০০ বর্গ মিটার তন্মধ্যে ২৮০২৩৬ হেক্টর জলাভূমি রয়েছে। পরিবেশগত ঐতিহ্য ও গুরুত্বের বিষয়টি বিবেচনা করে। সরকার এই হাওড় টি কে আন্তর্জাতিকভাবে পরিবেশ সংকটাপ্ন বিশেষ এলাকা হিসাবে চিহ্নিত করে রামসার কনভেশনের অধীনে রামসার এলাকা হিসাবে তালিকাভূক্ত করেছে। শীতে অতিথি পাখিদের স্বর্গরাজ্য এবং দেশের মৎস সম্পদের অন্যতম বৃহত্তম উৎস এই টাংগুয়ার হাওড়ের পাখি সংরক্ষণ,মৎস উৎপাদন বৃদ্ধি করা,প্রাণী ও অতিথি পাখিদের জন্য অভয়াশ্রম তৈরীসহ পর্যটন শিল্প বিকাশে সরাকের কার্যক্রম অব্যাহত রয়েছে।