Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

হাওর বেষ্টিত অঞ্চল বিধায় সুনামঞ্জের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা প্রধানত নৌপথ কেন্দ্রীক। এ জেলার ১2 টি উপজেলার মধ্যে মাত্র 09 টি উপজেলার জেলা সদরের সাথে সড়ক পথে যোগাযোগ রয়েছে। এর মধ্যে অধিকাংশ রাস্তাই কাঁচা যা বর্ষায় পানিতে তলিয়ে যায়। তখন নৌপথই একমাত্র আভ্যন্তরীন যোগাযোগ মাধ্যম হয়। হাওড় বেষ্টিত জেলা সত্বেও দেশের অন্যান্য অঞ্চলের সাথে এ জেলার সড়ক পথে যোগাযোগ ব্যতিত অন্যকোন যোগাযোগ ব্যবস্থার প্রচলন নেই বললেই চলে। রাজধানীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহর থেকে এ জেলায় আসতে হলে ট্রেনে/বিমানে সিলেট এসে তারপর সড়ক পথে প্রায় ৭০ কিঃমিঃ পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়। এছাড়া রানীগঞ্জ সেতু উদ্ভোধনের পরে ঢাকার সাথে সুনামগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে এবং ঢাকার সাথে ৫২ কিমি রাস্তা কমেছে। সড়ক পথেও দেশের অন্যান্য স্থান থেকে এ জেলায় সরাসরি আসা যায়। 

প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদের বিপুল সমারোহ থাকা সত্ত্বেও শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে তাহিরপুর উপজেলা পশ্চাৎপদ উপজেলা হিসাবে পরিচিত । হাওর , নদী ও পাহাড়ী ঢলের কারণে এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। বর্ষা মৌসুমে এখানকার  একমাত্র যোগাযোগ ব্যবস্থা নৌকা। তবে বর্তমানে সড়ক যোগাযোগের কাজ চলমান রয়েছে। অপরদিকে শুস্ক মৌসুমে ভাড়ায় চালিত মোটর সাইকেলেই যোগাযোগের একমাত্র বাহন। সুনামগঞ্জ সদর থেকে তাহিরপুরের দূরত্ব ৩২ কিঃমিঃ এবং পাশ্ববর্তী উপজেলার ধর্মপাশা থেকে তাহিরপুরের দূরত্ব ৪৫কিঃমিঃ। 

যোগাযোগ এর ঠিকানাঃ

মোবাইল নং : ০১৭৩০৩৩১১০৯

ফোন (অফিস) : ০১৭৩০৩৩১১০৯

ই-মেইল : unotahirpur@mopa.gov.bd