প্রাচীনকাল থেকেই তাহিরপুরউপজেলার জনগোষ্ঠী ক্রীড়ামোদী। এখানেপ্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যেবর্তমানে ফুটবল ও ক্রিকেটের আধিপত্য দেখা গেলেও অন্যান্য খেলাও পিছিয়ে নেই।তাহিরপুরউপজেলায় বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। এর মধ্যে উপজেলা পরিষদখেলার মাঠ, বাদাঘাট পাবলিক হাই স্কুল খেলার মাঠএবং কড়ইগড়া খেলার মাঠ উল্লেখযোগ্য।
এছাড়া খেলাধুলা ও বিনোদনের অংশ হিসেবে বিভিন্ন সময় লাঠিখেলা, নৌকাবাইচ, ষাড়েঁর লড়াই, মোরগ লড়াই, যাত্রাপালা, বাউল গান, জারী গান ইত্যাদিঅনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
অন্যদিকে ক্ষুদ্র নৃ ত্বাত্ত্বিক জাতি গোষ্ঠী সমুহ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী অনুষ্ঠান ও উৎসবাদি উদযাপন করে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS